যুবকল্যান ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে বিবেক চেতনা উৎসব ও সুভাষ উৎসব
পারিজাত মোল্লা ,
রাজ্য যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের পরিচালনায় বিবেক চেতনা উৎসব ও সুভাষ উৎসব ২০২৫ উদযাপন করা হয় স্বামীজীর জন্মদিন ১২ই জানুয়ারি থেকে দেশনায়ক নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন ২৩ জানুয়ারি পর্যন্ত। রাজ্যস্তরের ১৬টি বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয় যুবভারতী ক্রীড়াঙ্গনে। স্বামী বিবেকানন্দের জন্মদিনে বক্তব্য রাখেন বেলুড় রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ এবং বেলঘরিয়া রামকৃষ্ণ মিশনের স্বামীজী। ক্রীড়া ও যুবকল্যান দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস স্বামীজী কে স্মরণ করে বলেন -” বর্তমানে বাংলা বিভিন্ন খেলাতে বিশেষ অবদান রেখেছে। স্বামীজিকে স্মরণ করা,শরীর গঠন করা এবং মা ও বাবা কে শ্রদ্ধা ও প্রনাম করলেই স্বামীজী কে স্মরণ করা হয় এবং তাদের আশীর্বাদ পাওয়া যায়।” । সারা রাজ্যের প্রতিটি জেলা থেকে নির্বাচিত প্রতিযোগীরা ১৬টি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিটি বিষয়ের বিশেষজ্ঞগণ বিচারক হিসেবে ছিলেন। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা সহ প্রতিটি জেলা থেকে আগত যুবকল্যান দপ্তরের কর্মচারী, আধিকারিক, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং খেলার দুনিয়ার নক্ষত্ররা দেশনায়ক নেতাজীর ছবি সহ সাদা টুপি পরিহিত হয়ে অংশগ্রহণ করেন। এদিন উপস্থিত ছিলেন দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা, যুবকল্যান ও ক্রীড়া দপ্তরের সচিব ও ডিরেক্টর উত্তম কুমার পাত্র, বিশেষ সচিব দেবকুমার নন্দন, বিশেষ সচিব মুকেশ সিং, বিশেষ সচিব গৌতম বিশ্বাস, যুগ্ম সচিব সুষমা ভট্টাচার্য্য, যুগ্ম সচিব সঞ্জয় মন্ডল, দীনেশ মন্ডল, আশীষ বসাক, উপ সচিব জয়দীপ দাস, সৈকত হাজরা, প্রদীপ আগরওয়াল, খোকন বালা, সমর্পিতা রায় চৌধুরী, অশোক সাহা, সঞ্জয় দাস, সৌরভ ভট্টাচার্য্য, দেবদাস নন্দী,দীপঙ্কর পাল, সংযুক্তা বন্দোপাধ্যায় এবং দিলীপ বিশ্বাস। সচিব উত্তম পাত্র সমগ্ৰ অনুষ্ঠানের পরিকল্পনা এবং পরিচালনা করেন মন্ত্রী অরূপ বিশ্বাসের নির্দেশে। বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কারের অর্থমূল্য, মেডেল শংসাপত্র তুলে দেওয়া হয়।