যুবকদের উদ্বুদ্ধ করতে স্বামীজীর জন্মজয়ন্তীতে মিছিল
সেখ সামসুদ্দিন, ১২ই জানুয়ারিঃ মেমারি বিধানসভার দেবীপুর অঞ্চলে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে স্বামীজির জন্মজয়ন্তী পালনে যুবকদের উদ্বুদ্ধ করতে মিছিল করা হয়। মিছিলের শুরুতে মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য ও দেবীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ সিদ্ধান্ত বিবেকের প্রতিকৃতিতে মাল্যদান করে মিছিলের সূচনা করেন। বিধায়কের সঙ্গে দশটি অঞ্চলের নেতৃত্ব, শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। দেবীপুর গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে মিছিল শুরু করে ধামাস মোড় পর্যন্ত ঘুরে গ্রাম পঞ্চায়েতের সামনেই মিছিল শেষ করা হয়।