যুদ্ধ বিরোধী চিত্রাঙ্কন, আবৃত্তি ও তাৎক্ষণিক বক্তৃতা, কমসোমলের আহ্বানে

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- ১৬ই ডিসেম্বর শনিবার বীরভূমের রামপুরহাট পাঁচমাথা মোড়ে কচিকাঁচা সহ অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত হয় যুদ্ধবিরোধী অবস্থান কর্মসূচি। প্যালেস্টাইনের উপর ইজরাইলের আক্রমণের বিরুদ্ধে ও প্রতি ১০ মিনিট অন্তর একজন করে শিশু মৃত্যুর প্রতিবাদে কিশোর সংগঠন কমসোমলের আহ্বানে এদিন শিশু- কিশোর ও অভিভাবকদের নিয়ে মূলত এই অবস্থান কর্মসূচি বল সংগঠন সূত্রে জানা যায়। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা যুদ্ধ বিরোধী চিত্রাঙ্কন, আবৃত্তি ও তাৎক্ষণিক বক্তৃতা করে। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য বডির সদস্য সুদর্শন মান্না । তিনি বলেন “যুদ্ধ নয়, শান্তি চাই, আমরা শিশু- কিশোর বাঁচতে চাই”। এই স্লোগানের মধ্য দিয়ে প্যালেস্টাইনের উপর ইজরায়েলের হানাদারী ও শিশু হত্যার প্রতিবাদ জানাতেই এরূপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকলেই হাতে হাত মিলিয়ে যুদ্ধের বিরুদ্ধে গর্জে উঠি এবং পৃথিবীর ভবিষ্যৎ কে বাঁচিয়ে তোলার আহ্বান জানানো হয়।
সংগঠন সূত্রে আরও খবর যে,আগামী ১৯ ডিসেম্বর, বেলা ১টা থেকে কলকাতার ধর্মতলায় রাজ্যগত অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Leave a Reply