‘যাদবপুরে কোন রাজনৈতিক সেমিনার – সভা নয়’, কলকাতা হাইকোর্ট

মোল্লা জসিমউদ্দিন

 বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে -‘ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনও রাজনৈতিক নেতা বা গুরুত্বপূর্ণ কাউকে নিয়ে কোনও সেমিনার, মিটিং করা যাবে না’। এদিন এই মামলার শুনানি পর্বে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের প্রশ্ন, “বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক নয় জানার পরও কেন রাজনৈতিক নেতা সেখানে যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করলেন ? এর প্রভাব পড়তে পারে জেনেও তিনি কেন বিশ্ববিদ্যালয়ে গেলেন ?”  সম্প্রতি ওয়েবকুপার সভাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অভিযোগ ওঠে রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা চালান হয়েছে। ওই ঘটনায় যাদবপুরে পুলিশ ক্যাম্প বসানোর আর্জি জানিয়ে হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। এদিন ছিল এই মামলার শুনানি।আর সেইসময় যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কড়া পদক্ষেপ নিতে দেখা গেল আদালতকে।প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম নির্দেশ দিয়েছে, -‘ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনও রাজনৈতিক নেতা বা গুরুত্বপূর্ণ কাউকে নিয়ে কোনও সেমিনার, মিটিং করা যাবে না’। সেইসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, ‘ বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক নয় জেনেও কী করে রাজনৈতিক নেতাদের সেখানে আমন্ত্রণ করা হল? কেন আপনারা রাজ্যের পুলিশের সাহায্য নিতে চান না?’অন্যদিকে এদিন শুনানির সময় রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যাদবপুরে গুণ্ডা রাজ চলছে। কিছু সময় বশ মানে না এমন ঘোড়া ছুটে বেড়াচ্ছে বিশ্ববিদ্যালয়ে। শুধু শান্তি চাই।’ এরপরেই প্রধান বিচারপতি নির্দেশ দেন, ‘ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফেরাতে প্রয়োজনে বিশেষ বাহিনী মোতায়েন করুন। রাজনৈতিক রঙ বাদ দিয়ে এই বিশ্ববিদ্যালয় কেন তৈরি হয়েছিল সেইদিকে নজর দিতে হবে।’ তিন সপ্তাহের পরে এই মামলার শুনানি রয়েছে। 

Leave a Reply