Spread the love

যাত্রা শিল্পীদের উদ্যোগে হাসপাতাল চত্বরে ফল ও চারা গাছ বিতরণ

সেখ রাজু

‘আমরা যাত্রা ভালবাসি: স্বেচ্ছাসেবী সংস্থার জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলকোট হাসপাতালের রোগীদের ফল বিতরণ করা হয় বৃহস্পতিবার  । এর পাশাপাশি এদিন রোগীর আত্মীয়-স্বজন এবং হাসপাতালে আগতদের বিশ্ব উষ্ণায়নকে রোধ করার বার্তা দেওয়ার উদ্দেশ্যে চারা গাছ তুলে দেওয়া হয় । বর্তমানে বাউল গান থেকে শুরু করে যাত্রাপালা, লোকসংগীত, কবিগানের মাধুর্যকে সরিয়ে রেখে আধুনিক সংস্কৃতিতে জড়িয়ে পড়ছে গ্রাম বাংলার মানুষেরা । সেই পুরাতন ঐতিহ্যবাহী সংস্কৃতিকে ফিরিয়ে নিয়ে আসতে আমরা যাত্রা ভালবাসি সংস্থার প্রয়াস সাধুবাদ । যাত্রা শিল্পকে টিকিয়ে রাখতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে এই সংস্থা । হাসপাতাল চত্বরে রোগীদের হাতে হাতে ফল তুলে দেওয়ার পাশাপাশি তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মেহেবুব চৌধুরী  সহ ক্লাবের কর্মকর্তারা ।

‘আমরা যাত্রা ভালবাসি’ সংস্থার সভাপতি মৃন্ময় চক্রবর্তী, সম্পাদক হিমাদ্রি চক্রবর্তী, যুগ্ম সম্পাদক জয়ন্ত চৌধুরী প্রমুখরা জানান -“প্রতিবছর আমরা মানুষের পাশে থাকতে সকলের সহযোগিতায় এগিয়ে আসি । বস্ত্র বিতরণ থেকে শুরু করে রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির সহ বিভিন্ন কর্মসূচিতে আমাদের সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দেন । বাংলার ঐতিহ্যবাহী যাত্রা শিল্পকে বিশ্বজগতের সামনে নিয়ে আনতে আমরা বদ্ধপরিকর এবং আগামী দিন এই বিষয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করব” ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *