যদি তুমি হতে মেঘবালিকা,

যদি তুমি হতে সবুজ বিথীকা ,
আমাকে দিতে শান্ত ছায়া ।
যদি তুমি হতে বনহংসী ,
আমাকে দিতে পালক লেখনী ।
যদি তুমি হতে সুনয়না হরিণী ,
আমাকে দিতে কস্তুরী নাভি ।
যদি তুমি হতে মেঘবালিকা,
আমাকে দিতে শ্রাবণের ধারা ‌।
যদি তুমি সব হতে সবুজ বিথীকা , বনহংসী , সুনয়না হরিণী ,মেঘবালিকা ,
আমাকে সব দিতে আমার যা কামনা ‌।

সুবল সরদার
তাং ১৬ ০৩ ২০২২

Leave a Reply