যদি চাই,

মধুমিতা হালদার,

যদি কখনো হারিয়ে যাই তোমার ভালোবাসায়
যদি জড়িয়ে যাই তোমার মায়ায় ,
যদি বিষ পান করে ফেলি তোমার কথায়
যদি ব্যথা পাই তোমার ব্যথায় ।

         পারবো কি ফিরতে নিজের  ছায়ায় ??

যদি কখনো চেয়ে দেখি তোমার ওই নয়ন,
যদি ছুঁয়ে দিই তোমার মন,
যদি দেখে ফেলি তোমার কান্না
যদি খুঁজে চলি তোমায় সর্বক্ষণ ।

       পারবো কি ফিরতে 

নিজের কায়ায়??

যদি কখনো তোমায় দেখে নিই রাতের আকাশে
যদি তারারাও ওঠে হেসে,
যদি তোমার ভোরের স্বপ্ন সত্যি হয়
যদি আমায় ভালোবেসে।

        পারবো কি ফিরতে

নিজের চাওয়ায় ???

যদি কখনো হাতটা রাখি তোমার হাতে
যদি ব্যস্ততার মাঝেও তোমার সঙ্গ পাই,
যদি ভুলের মাসুল গুনে যাই
যদি আবেগে গা ভাসাই।

      পারবো কি ফিরতে ????
       পারবো !!!

Leave a Reply