বৈদূর্য ঘোষাল,

৯ এপ্রিল, ২০২৩ রবিবার (9 April, 2023 Sunday) বিকেল ৩ টা থেকে ৮ টা মৌলালী যুবকেন্দ্র-এ  অনুষ্ঠিত হল মাইন্ড সেট (সল্টলেক) দশম বার্ষিক অনুষ্ঠান।
অনুষ্ঠানটি দুটি পর্যায়ে পরিবেশিত হয়। প্রথমে পর্যায়ে ছিল একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অংশগ্রহণে রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনোজ মুরলী নায়ার, শাঁওলী সেন এবং মাইন্ড সেটের সদস্যবৃন্দ। দ্বিতীয় পর্যায়ে ছিল মানসিক স্বাস্থ্য বিষয়ক দুটি প্রাসঙ্গিক আলোচনা ‘টক অন ডোমেস্টিক ভাওলেন্স এন্ড মেন্টাল হেলথ’ – অংশগ্রহণে ছিলেন আইনজীবী রম্যাণী ঘোষাল, ড. বিপ্লব চন্দ্র, সংস্থার সিইও শ্রেয়সী চ্যাটার্জী এবং ‘আর্ট এন্ড সাইকি’ – অংশগ্রহণ করেন বাচিকশিল্পী শোভনসুন্দর বসু, মনোচিকিৎসক ড. দেবাঞ্জন পান, কথাসাহিত্যিক বিতস্তা ঘোষাল।অনুষ্ঠানে পৌরহিত্য ও প্রদীপ প্রজ্বলন করেন নৃত্যশিল্পী অলকানন্দা রায় ও দেবাশীষ মিত্র। উপস্থিত ছিলেন ড.( অধ্যাপক) প্রদীপ মিত্র, ড. নির্মল, অনুপ কুমার মতিলাল, ড. অমরনাথ মল্লিক, ড. শ্যামল চক্রবর্তী, ড. উত্তম কুমার সাহা, সোমনাথ মুখার্জী, নীহার মজুমদার প্রমুখ।

Leave a Reply