সাধন মন্ডল,

এখান যাত্রা উপলক্ষে জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় মোরগ লড়াইতে মেতে ওঠেন মোরগ লড়াই প্রেমীরা ।কয়েক শ’ বছরের পুরানো রায়পুরের চন্দ্রসিনি মাতার পুজো ও মেলা এবছর করুনার কারণে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে মেলা বসতে দেওয়া হয়নি ,তবুও পুজো নিয়ম মেনেই হয়েছে এই উপলক্ষে মোরগ লড়াইয়ের মাঠে মোরগ লড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এখানে উল্লেখ্য চন্দ্রসিনি মাতার পুজো ও মেলা মাত্র কয়েক ঘন্টার।তার মধ্যেই হাজার হাজার মানুষ মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়। ছোট ছোট ব্যবসায়ীরা তাদের দোকানের পসরা নিয়ে বসে পড়েন এবং কিছু রোজগার করে ফেলেন এই কয়েক ঘণ্টার মধ্যে এবারে সেটা হল না বলে অনেক ব্যবসায়ীর খুব আক্ষেপ। তারা বলেন প্রতি বৎসর আজকের দিনে এখানে ছোট দোকানে বসে কয়েক ঘন্টায় চপ, সিঙ্গারা, মিষ্টি ,জিলিপি ,পাপড় ভাজা বিক্রি করে কিছু আয় করে থাকি এবারে সেটা আর হলো না।

Leave a Reply