মেলা উপলক্ষে শান্তি কমিটির মিটিং লোকপুর থানায়

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
খয়রাশোল ব্লকের লোকপুর থানার সন্নিকটে শাল নদীর তীরে অবস্থিত খন্নি গ্রামে বিরাজমান হযরত সৈয়দ শাহতাজ ওলি।মাজার শরীফ ঘিরে চার দিনব্যাপী বসে এক গ্রামীণ মেলা যাহা সম্প্রীতির মেলা হিসেবে এলাকায় পরিচিত। সেই মেলা ঘিরে যেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই প্রেক্ষিতে লোকপুর থানার উদ্যোগে এলাকার দলমত জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষজন নিয়ে লোকপুর থানা সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় শুক্রবার। মেলায় বিগত দিনের ইতিহাস পুলিশী খাতায় নথিভূক্ত। অতএব সেই সমস্ত ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এবং সুস্থ সুন্দরভাবে সকলের সহযোগিতায় সম্প্রীতি বজায় রেখে, দলমত নির্বিশেষে মেলাটি পালিত করার আহ্বান জানানো হয়। মেলা কমিটির সদস্যদের জানানো হয় সরকারি নিয়ম অনুযায়ী তাদের নির্দিষ্ট ভলেন্টিয়ারদের ব্যাচ ধারণ করে দায়িত্ব পালন করানো।পাশাপাশি লোকপুর থানা পুলিশ ও নজরদারি চালাবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে। উল্লেখ্য মেলা কমিটির বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে একটা রয়েছে ভলিবল প্রতিযোগিতা। সেই উপলক্ষে এদিন মেলা কমিটির হাতে একটা ভলিবল ও নেট তুলে দেওয়া হয় লোকপুর থানার পক্ষ থেকে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর চয়ন ঘোষ, লোকপুর থানা ওসি পার্থ কুমার ঘোষ, এ এস আই নয়ন ঘোষ,শিক্ষক সেখ জুলফিকার আলী,লোকপুর গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ তারা, সমাজসেবী দীপক শীল,উজ্জ্বল দত্ত, রাজু মন্ডল,সিদ্দিক খান সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply