সেখ সামসুদ্দিন, ২৮ সেপ্টেম্বরঃ গত রাতে দুইটি গাড়ি রেষারেষি করতে গিয়ে গাড়ি পালটি হয়ে যায় মেমারি পুরশহরের হসপিটাল মোড় এলাকায়। গাড়িটি ছিল কলার কাঁদি ভর্তি টাটার ছয় চাকার মিনি ট্রাক। রাতের অন্ধকারে ঘটনাটি ঘটায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বা হতাহত হয়নি। স্বল্প সময়ের মধ্যেই মেমারি থানার অফিসার সঞ্জয় কুমার ঠাকুর ঘটনাস্থলে পৌঁছান। তিনি দ্রুততার সঙ্গে রিকভারি ক্রেন ডেকে গাড়িটি তোলার ব্যবস্থা করেন।