সেখ সামসুদ্দিন, ১০ ফেব্রুয়ারিঃ ১০ম বর্ষ মেমারি প্রিমিয়ার লীগ এর উদ্বোধন হল নবপল্লী মাঠে। ১৬ দলীয় ক্রিকেট লীগের পৌর প্রধান স্বপন বিষয়ী, উপ পৌরপ্রধান সুপ্রিয় সামন্ত। সুপ্রিয় সামন্ত বল করেন ও ব্যাট করেন স্বপন বিষয়ী। উপস্থিত ছিলেন ১৬ টি ওয়ার্ডের কাউন্সিলর সহ মেমারি প্রিমিয়ার লীগ ক্লাবের সদস্যবৃন্দ। আজ আটটি দলের অংশগ্রহণে সেমিফাইনালে ওঠে ওরিয়েন্টাল কালনা একাদশ ও নিয়াজ একাদশ। ওরিয়েন্টাল কালনা একাদশের ম্যান অফ দ্য ম্যাচ সুমিত শর্মা এবং নিয়াজ একাদশের ম্যান অফ দ্য ম্যাচ রাহুল সিং এই রাহুল সিং। এক ও এক ওভারে এক রান দিয়ে তিন উইকেট সংগ্রহ করেন। আগামীকাল বাকি ৮ টি টিম অংশগ্রহণ করবে এবং ১২ ফেব্রুয়ারি সেমিফাইনাল ও ফাইনাল খেলা হবে। ফাইনাল খেলায় উপস্থিত থাকবেন বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য অভিনেত্রী সোহিনী সরকার বলে জানান মেমারি পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী।

Leave a Reply