সেখ সামসুদ্দিন, ৩০ সেপ্টেম্বরঃ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মেমারি কলেজে আজ থেকে শুর হল ছাত্রছাত্রীদের প্রথম ডোজ ভ্যাকসিন। অধ্যক্ষ ডঃ দেবাশীষ চক্রবর্তী জানান আজ তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের ৭০০ ছাত্রছাত্রীকে ভ্যাকসিনের জন্য ডাকা হয়েছে। আগামী সোমবার প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের মধ্যে ১০০০ জনকে ডাকা হবে। এই ভাবে ধারাবাহিক প্রায় কলেজের সাড় ছয়-সাত হাজার ছাত্রছাত্রীকে প্রথম ডোজ ভ্যাকসিন এখনো পর্যন্ত নেয়নি। প্রথম ডোজ সম্পূর্ণ হওয়ার পর দ্বিতীয় ডোজের ব্যবস্থা করা যায় কিনা চেষ্টা করা হবে। এদিন ভ্যাকসিনের সূচনায় উপস্থিত ছিলেন মেমারির বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি ১ জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, অধ্যক্ষ ডঃ দেবাশীষ চক্রবর্তী, অধ্যাপক অনুপম গড়াই সহ অন্যান্য টিচিং ও ননটিচিং স্টাফবৃন্দ।