২৩ অক্টোবর, সেখ সামসুদ্দিনঃ মেমারি শহর তৃণমুল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অচিন্ত চট্টোপাধ্যায় ও প্রাক্তন সহ সভাপতি আশীষ ঘোষদস্তিদার আজ বিজয়ার শুভেচ্ছা জানাতে ১৩ নং ওয়ার্ডে উপস্থিত হন।সেখানে ওয়ার্ডের আপামর মানুষ তাদেরকে পুনরায় কাছে পেয়ে আপ্লুত। তারা প্রাক্তন সভাপতি ও প্রাক্তন সহ সভাপতিকে উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করেন। এলাকার মানুষ রাজনীতির উর্দ্ধে উঠে অচিন্ত চট্টোপাধ্যায় ও আশীষ ঘোষদস্তিদারকে পেয়ে তাদের কথা মন খুলে বলেন। অচিন্ত্য চট্টোপাধ্যায় তার বক্তব্যে সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে বলেন, পদ না থাকলেও দলের জন্য ২৪ ঘন্টা মানুষের জন্য আছি। ১৯৯৮ সাল থেকে যেভাবে মানুষের পাশে ছিলাম, আগামীদিনেও একই ভাবে আপনাদের পাশে আছি, যেমন ছিলাম, তেমনই থাকব। আশীষ ঘোষদস্তিদার বলেন আজ রাজনীতি নয়, কেবল এসেছি বিজয়ার শুভেচ্ছা জানাতে আর মানুষের পাশে ছিলাম, আছি, থাকব। দিদিই আমাদের সব। পদ না থাকলেও দিদির প্রেরণাতেই এগিয়ে যাবো আগামীর লক্ষ্যে।

Leave a Reply