সেখ সামসুদ্দিন, ১ জানুয়ারিঃ আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেমারি ১ ব্লকের নিমো ২ পঞ্চায়েতের সলদা গ্রামে তৃণমূল কংগ্রেসের কার্যালয় উদ্বোধন করা হয়। দলীয় পতাকা উত্তোলন এবং সকলের সঙ্গে বসে খিচুড়ি খায় নেতৃত্ব। উপস্থিত ছিলেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির সদস‍্য নিত্যানন্দ ব্যানার্জী, সমীরণ মজুমদার, শিক্ষক নেতা মৃন্ময় ঘোষ, সুশান্ত ঘোষ, কৌশিক সিংহ রায়, আমজাদ হোসেন, আসফার হোসেন, জাহির হোসেন, মহাদেব নাড়ু প্রমুখ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। এদিন কার্যালয়ের ফিতে কেটে উদ্বোধন করেন নিত‍্যানন্দ ব‍্যানার্জী।

Leave a Reply