সেখ সামসুদ্দিন, ৫ জানুয়ারিঃ মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্যের উদ্যোগে মেমারি বিধানসভার গন্তার ১ অঞ্চলের মগরা শিশু শিক্ষা কেন্দ্রে বিধায়ক সহায়তা কেন্দ্র থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির করা হয়। এখান থেকে যাদের ছানি নির্ণয়ই হবে তাদের বিনা খরচে অপারেশন করিয়া দেওয়া হবে এবং যাদের চশমা লাগবে তাদের স্বল্প মূল্যে চশমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এদিনের এই চক্ষু পরীক্ষা শিবিরে গোপগন্তার ১ যুব তৃণমূল কংগ্রেসের ব‍্যবস্থাপনায় নয়নিকা চক্ষু হাসপাতালের সহযোগিতায় শিবির করা হয়। বেলা ১টা থেকে শুরু করে দুপুর ২ টার মধ্যে ৭০ জনের নাম নথিভুক্ত করা হয়। বিধায়ক জানান মেমারি ১ ব্লকের প্রতিটা অঞ্চলে এই চক্ষু পরীক্ষা শিবির করা হবে। উপস্থিত ছিলেন গোপগন্তার ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সদস্যবৃন্দ, পঞ্চায়েত সমিতির সদস্য, অঞ্চল নেতৃত্ব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply