সেখ সামসুদ্দিন, ১৭ জুনঃ মেমারি থানার নুদীপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দুই যুবকের। যুবকদের বাড়ি মেমারি ১ ব্লকের ছিনুই গ্রামে। একজনের নাম সুমন চৌধুরী, বয়স ২৭, পেশায় কলকাতার কোনো চাইনিজ হোটেলের ম্যানেজার এবং দ্বিতীয় জন বকুল সিকদার, বয়স ২৭, মাস্টার ডিগ্রি ও বি.এড. করে বেকার ছিলেন। পারিবারিক সূত্রে ঘটনা প্রসঙ্গে জানা যায় দুই যুবক কোন বিয়ে বাড়ি খেতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হয়ে যান। সেখান থেকে ফেরার পথে ভোর তিনটে নাগাদ নুদিপুর সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

Leave a Reply