সেখ সামসুদ্দিন, ১৭ জুনঃ মেমারির চেকপোস্ট এলাকায় বৃষ্টি ভেজে জিটিরোডে লরির সঙ্গে বাইকের সংঘর্ষে গুরুতর জখম হন মহিলা বাইক আরোহী। স্থানীয় মানুষ দ্রুত মেমারি গ্রামীণ হাসপাতালে পাঠায়। স্থানীয় সূত্রে জানা যায় ওই মহিলা তার স্বামীর সঙ্গে বাইকে করে মেমারি থেকে বর্ধমান যাচ্ছিল হসপিটালে ভর্তি থাকা মহিলার বাবাকে দেখতে। সেই সময় মেমারির চেকপোস্ট এলাকায় দুই লরি ওভারটেক করার সময় মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা মারে। বাইক সমেত লরির তলায় ঢুকে যায় ও গুরুতর জখম হয় মহিলা। স্থানীয় সূত্রে জানা যায় ওই মহিলার নাম, সাহেবা বেগম, বাড়ি মেমারি থানার অন্তর্গত দুর্গাডাঙ্গা গ্রামে। পুলিশ এসে লরিটিকে উদ্ধার করে নিয়ে যায়। লরির চালক ও খালাসি পলাতক।

Leave a Reply