সেখ সামসুদ্দিন ৬ নভেম্বরঃ আজ গোপগন্তার ১ নং অঞ্চলের চণ্ডীতলায় মা মাটি মানুষের সরকারের উন্নয়নের প্রচারে মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি নিত্যানন্দ ব্যানার্জীর সভা। সভায় উপস্থিত ছিলেন বর্ষীয়ান নেতা মহঃ মহসিন, মেমারি ১ ব্লক মহিলা নেত্রী গীতা দাস, বাগিলা গ্রাম পঞ্চায়েত প্রধান অরিন্দম ঘোষাল, জয় হিন্দ বাহিনীর ব্লক সভাপতি প্রলয় কুমার পাল, সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ উদ্দিন সহ সকল শাখা সংগঠন ও এলাকার নেতৃত্ব-কর্মীবৃন্দ। এদিনের সভায় অঞ্চলের বর্ষীয়ান নেতৃত্বকে সম্বর্ধনা জ্ঞাপন করেন ব্লক সভাপতি।

Leave a Reply