সেখ সামসুদ্দিন, ২৭ নভেম্বরঃ বিবেকানন্দ মেমোরিয়াল ক্লাবের পরিচালনায় প্রত্যেক বছরের মতো এ বছরও স্বর্গীয় শৈলেন্দ্রনাথ মল্লিক স্মৃতি ও ঈশ্বর্ স্বর্গীয় নিতাই চাঁদ সাহা স্মৃতি ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় আজ ২৭ শে নভেমবর বেলা তিনটায়। গন্তার ফুটবল মাঠে দুই উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বী দল ছিল দমদম ফুটবল ক্লাব বনাম বর্ধমান লোকো ফুটবল ক্লাব। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির সদস্য নিত্যানন্দ ব্যানার্জী, শিক্ষা, সংস্কৃতি কর্মাধ্যক্ষ আব্দুল হালিম, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সদস্য আবদুল হাকিম, মেমারি ব্যবসায়ী কল‍্যাণ সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা, বাগিলা পঞ্চায়েত সদস‍্য প্রলয় কুমার পাল, সংখ‍্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ উদ্দিন, ক্লাবের বর্ষীয়ান সদস্য নারায়ণ চন্দ্র মোদক, ভবানীপ্রসাদ ঘোষ, অরুণ সিংহ রায় সহ এলাকার ক্রীড়া মোদী মানুষের উপস্থিতিতে উদ্বোধনী খেলাটি জমজমাট অনুষ্ঠানে রূপান্তরিত হয়। চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি রবিবার। এদিনের খেলায় দমদম ফুটবল ক্লাব ট্রাইবেকারে জয়লাভ করে।

Leave a Reply