সেখ সামসুদ্দিন, ১৫ নভেম্বরঃ কুচুট ১৪ পাড়া আদিবাসী পাতা কমিটির উদ‍্যোগে চারাপাড়া গ্রামের মোড়ে বিরসা মুণ্ডা মূর্তি উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বর্ধমান মেডিকেল কলেজের শল‍্যচিকিৎসক ডাঃ সুশীল মুরমু। উপস্থিত ছিলেন জেগেৎ জাকাত মাঝি পারগানা মহল (দিশম পারগানা) বাদল চন্দ্র কিস্কু, রামদাস কিস্কু (আসেকা), আদিবাসী কোঁড়া সমাজ কল‍্যাণ সংগঠনের শঙ্কর কুমার সিং, বিশেষ অতিথি তুহিন যশ, পশ্চিমবঙ্গ আদিবাসী কল‍্যাণ সমিতির মহাদেব টুডু, আদিবাসী বিজ্ঞান মঞ্চের সরকার মান্ডি, কুচুট ১৪ পাড়া পাতা কমিটির পরিচালক জয়সিং মুরমু, মূর্তি উদ্বোধন কমিটির সভাপতি অজয় মুরমু, সম্পাদক তারাশঙ্কর কোঁড়া প্রমুখ। সকালে আদিবাসী রীতিতে পুজো অর্চনা, র‍্যালি, মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। পূর্ব বর্ধমান জেলা আদিবাসী সংগঠনের সদস‍্যদের উপস্থিতিতে সকল মাজিবাবাদের সম্বর্ধনা দেওয়া হয়।

Leave a Reply