২১ অক্টোবর, সেখ সামসুদ্দিনঃ এবার শুরু হয়ে গেল বিজয়ার শুভেচ্ছা বা বিজয়া সম্মিলনীর হিড়িক। আজ মেমারি শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অচিন্ত চট্টোপাধ্যায় ও প্রাক্তন সহ সভাপতি আশীষ ঘোষদস্তিদারের সাথে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করলেন মেমারি পৌরসভার সহ প্রশাসক ডঃ কৃষ্ণ বিশ্বাস ও প্রসাশক মন্ডলীর সদস্য পল্লব চট্টোপাধ্যায়।এছাড়াও মেমারি পৌরসভার কয়েকটি ওয়ার্ডে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করলেন মেমারি শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অচিন্ত চট্টোপাধ্যায় ও প্রাক্তন সহঃসভাপতি আশীষ ঘোষদস্তিদার, যা রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। অপরদিকে বিশেষ সূত্রে প্রাপ্ত আরও তাৎপর্যপূর্ণ খবর হতে চলেছে ৩১ অক্টোবর। শহরের দুই প্রান্তে শহর তৃণমূল কংগ্রেস ও বিধায়ক তথা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে একইদিনে প্রায় একই সময়ে দুইটি বিজয়া সম্মিলনী হতে চলেছে। বলা যায় যেখানে পুর নির্বাচনের ঘোষণা সময়ের অপেক্ষা, এরকম সময়ে শহরের দুই প্রান্তে হতে চলা পৃথক প্রোগ্রাম কিসের ইঙ্গিত, শুরু হয়েছে রাজনৈতিক মহলে গুঞ্জন।