১৫ সেপ্টেম্বর, সামসুদ্দিনঃ মেমারি ১ ব্লক কৃষি খামারে আতমা প্রকল্পে প্রযুক্তির ব্যবহারে যারা চাষ করেন, সেই সকল চাষীদের নিয়ে ফার্ম স্কুলের ক্লাস চলে। উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত ফার্ম ম্যানেজার ডাঃ অরিন্দম ঘোষ, মেমারি ১ ব্লক কৃষি আধিকারিক করণের ডেপুটি ডাইরেক্টর (পি) নীলকান্ত সাহা, সহ ফার্ম ম্যানেজার সহ ২৫ জন চাষী। এদিন ধান চাষে বন্ধু পোকা ও শত্রু পোকা বিষয়ক ধারণা। নীলকান্তবাবু জানান সেশনে ছয়টা ক্লাস নেওয়া হয়, আজ হল দ্বিতীয় দিনের ক্লাস। এই ভাবে চাষীদের কৃষির মানোন্নয়নে ধারাবাহিক কর্মসুচি নিয়ে সেমিনার বা ক্লাস নেওয়া হয়। আতমার চেয়ারম্যান ডাঃ অরিন্দম ঘোষ বলেন চিকিৎসা পেশার পাশাপাশি একজন চাষী হয়ে চাষীদের সহযোগিতায় সব সময় পাশে থাকবেন।