, সেখ সামসুদ্দিনঃ পূর্ব বর্ধমানের মেমারি শহরের দিঘীরপাড় এলাকার পুকুর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করলো মেমারি থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম ভোলা মাঝি (৩৭)। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে গত নবমীর দিন বাড়ি থেকে বের হয়ে ভোলা মাঝি তারপর বাড়ি ফেরেননি। বহু খোঁজাখুঁজি করার পরও ভোলা মাঝির কোন খোঁজ পাওয়া যায়নি। আজ সকালে দিঘীর পাড় এলাকার বাসিন্দারা পুকুরেতে একটি দেহ ভাসছে দেখতে পেয়ে মেমারি থানায় খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় ও নাম-পরিচয় উদ্ধার করে। পরে ময়না তদন্তে পাঠানো হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়। পরিবার সূত্রে জানা গেছে, ভোলা মাঝি পেশায় গাড়ী চালক। তার স্ত্রীর সাথে কয়েকদিন আগে ঝগড়াঝাটি হয়। তারপরে বাপের বাড়ি চলে আসেন। চেকপোস্ট এলাকায় তার স্ত্রী ছিলেন। তারপর থেকে কোনরকম ভাবেই খোঁজ পাওয়া যায়নি ভোলা মাঝির। আজ সকালে দেহ উদ্ধার হয়েছে পুলিশ দেহ উদ্ধার করে মেমারি থানায় নিয়ে গেছে বলে পরিবার সূত্রে জানা যায়।