সেখ সামসুদ্দিন, ২৮ জানুয়ারিঃ মেমারি শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে মেমারি নিউমার্কেট এলাকায় আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হলো। উদ্বোধন করেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য ও জেলা সভাধিপতি দেবু টুডু। উপস্থিত ছিলেন জেলা ছাত্র সভাপতি মহঃ সাদ্দাম, শহর সভাপতি স্বপন ঘোষাল, যুব সভাপতি সৌরভ সাঁতরা, সংখ্যালঘু সভাপতি ফারুক আব্দুল্লাহ, প্রশাসক বোর্ডের সদস্য পল্লব চ্যাটার্জী ব্লক সহ সভাপতি সন্দীপ পরামানিক, ব্লক এসটি সেলের সভাপতি কৃষ্ণ সরেন, জেলা জয়হিন্দ বাহিনীর সাধারণ সম্পাদক রামকৃষ্ণ হাজরা সহ অন্যান্য নেতৃত্ব। এদিন নির্বাচনী কার্যালয় উদ্বোধনের আগে দেবু টুডু ও বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগদান করলো বিজেপি ছেড়ে দুই শতাধিক কর্মী আমজাদ হোসেনের নেতৃত্বে।

Leave a Reply