Spread the love

সেখ সামসুদ্দিন, ২৬ ডিসেম্বরঃ মেমারি ক‍্যানেল ক্লাব ও শিক্ষা বিকাশ সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে স্বর্গীয় রঞ্জনা ঘোষদস্তিদারের স্মৃতিতে শিক্ষা বিকাশ সেবা ফাউন্ডেশন বিএড কলেজ প্রাঙ্গণে একটি ডগ শো করা হয়। সহযোগিতা করেন বর্ধমান অ্যানিম্যালস রিসোর্স সংস্থা সদস্য অর্ণব দাস। ডগ শো উদ্বোধন করেন অভিনেত্রী লেখা মিত্র, সহযোগিতা করেন শিক্ষিকা ঐশ্বর্য‍্য মুখার্জী, ঐশী সিংহরায়। উপস্থিত ছিলেন শিক্ষা বিকাশ সেবা ফাউন্ডেশন এর ডিরেক্টর প্রশান্ত সিংহ রায়। পশ্চিমবাংলা সহ পাশের রাজ্য থেকেও সাইবেরিয়ান হাসকি, জার্মান শেফার্ড, ল্যাব, পম, গোল্ডেন রিডটিভার, পিটবুল, রটহুইলার, গ্রেট ডেন সহ বিভিন্ন প্রজাতির কুকুর প্রদর্শনীতে নিয়ে আসা হয় এবং সেখানে বিচারকমণ্ডলী সার্বিক বিচারে তাদের পুরস্কৃত করেন। বিচারক ছিলেন কলকাতার জয়দীপ দাশগুপ্ত ও শুভাশিস হালদার। সম্পূর্ণ কর্মসূচির পরিচালনা করেন শিক্ষা ফাউন্ডেশনের ঐশী সিংহরায়। অ্যানিমেল রিসোর্স সংস্থার পক্ষ থেকে অর্ণব দাস বলেন ১৩০টি কুকুর এদিন প্রদর্শনীতে অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *