সেখ সামসুদ্দিন, ২৮ ডিসেম্বরঃ বুলবুলিতলা ফাঁড়ি সংলগ্ন এলাকায় বুধবার ভোরে কুয়াশার জন্য গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে মৃত্যু হয় এক যুবকের। ঘটনায় শোকের ছায়া। মৃত ঐ যুবকের নাম প্রীতম সামন্ত(২১)। মোটরবাইক নিয়ে মেমারির বাড়ি থেকে ভোরের দিকে চার বন্ধু মিলে দার্জিলিং -এর উদ্দেশ্যে যাত্রা করেছিল। বুলবুলিতলা ফাঁড়ির কাছে ঘন কুয়াশায় দুর্ঘটনাটি ঘটে। কালনা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। তার সাথে থাকা এক বন্ধু অল্পবিস্তর আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আজ দুপুরে কানলা হাসপাতালে মৃতদেহের ময়না তদন্ত হয়। ঘটনার খবর পেয়ে মেমারি মৃতের বাবা পার্থ প্রতিম সামন্ত সহ আত্মীয়রা এবং মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কুমার কান্তি রায়, সহ সভাপতি বিপ্লব কুমার পাল, সম্পাদক রামকৃষ্ণ হাজরা কালনা হাসপাতালে যান। সেখান থেকে ময়নাতদন্ত করিয়ে মরদেহ নিয়ে মেমারি নিউ মার্কেট এলাকায় তার বাড়িতে নিয়ে আসে এবং বিকাল সাড়ে চারটা নাগাদ মৃতদেহ নিয়ে ত্রিবেণী ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। এই ঘটনায় মেমারি এলাকায় শোকের ছায়া নেমে আসে।