মেনকা গম্ভীরের রক্ষাকবচ খারিজ চেয়ে পুনরায় সিঙ্গেল বেঞ্চে ইডি
মোল্লা জসিমউদ্দিন,
ডায়মন্ডহারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের রক্ষাকবচ খারিজ চেয়ে পুনরায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হল ইডি। এই মামলায় এর আগে হস্তক্ষেপ করতে অস্বীকার করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের দেওয়া রক্ষাকবচের মেয়াদ পূর্ণ হওয়ায় ফের তা খারিজের দাবিতে সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হল কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি।এই মামলাটির শুনানি হতে পারে আজ অর্থাৎ বৃহস্পতিবার। ইতিপূর্বে ইডির সমনকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে মামলা করেছিলেন মেনকা গম্ভীর । সেই আবেদনের ভিত্তিতে আদালত নির্দেশ দিয়েছিল, -‘ মেনকার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি। তাঁকে জেরা করতে হবে কলকাতাতেই’। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে গিয়েছিল ইডি। তবে বিষয়টিতে হস্তক্ষেপ করতে অস্বীকার করে ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, -‘ সিঙ্গল বেঞ্চের রক্ষাকবচের মেয়াদ ফুরালে পুনরায় সিঙ্গল বেঞ্চে আবেদন করতে পারবে ইডি’। তাই রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ায় ফের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হল ইডি।গরুপাচার মামলায় তৃণমূল সাংসদ অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরের বিরুদ্ধে গুরতর অভিযোগ এনেছে ইডি। তাদের দাবি, -‘ মেনকার বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে গরুপাচারের টাকা বিদেশে পাচার হয়েছে’ । এই মামলায় গত সেপ্টেম্বরে মেনকাকে ৭ ঘণ্টা জেরা করেছিলেন ইডির গোয়েন্দারা।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের বিরুদ্ধে ইডি ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো । মেনকার রক্ষাকবচ খারিজের আর্জি নিয়ে সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইডির সমনের ভিত্তিতে মেনকা গম্ভীরের রক্ষাকবচের মেয়াদ শেষ হয়েছে। এবার মেনকার সেই রক্ষাকবচ খারিজ করা হোক, এই আবেদন নিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ ইডি।আজ অর্থাৎ বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা আছে ।প্রসঙ্গত, গরু পাচার মামলায় মেনকা গম্ভীর কে রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট। তবে রক্ষাকবচের বিরোধিতা করেছিল ইডি। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল ইডি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতিও দিয়েছিল।হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, -‘ রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ায় সেই আবেদন খারিজ করতে পারবে সিঙ্গল বেঞ্চ’। এবার সেই কারণেই হাইকোর্টের দ্বারস্থ ইডি। ২৪ ডিসেম্বর মেনকার ‘রক্ষাকবচ’ খারিজ হয় বলে ইডির দাবি। তাঁকে ( মেনকা) কলকাতায় জেরা করার যে নির্দেশ দেওয়া হয়েছিল তা খারিজের দাবি তুলে আদালতে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন ইডি-র আইনজীবীরা। হাইকোর্টে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি হয়। তবে ইডি-র আবেদনে হস্তক্ষেপ করতে নারাজ ছিল ডিভিশন বেঞ্চ।উল্লেখ্য, গরু পাচার মামলায় আগেই কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ইডিকে নির্দেশ দিয়েছিল, -‘ মেনকা গম্ভীরকে যেন কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হয়’। মেনকা কে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন ইডি আধিকারিকরা। তাই মেনকার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মেনকা। তাতেই গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপের ক্ষেত্রে মেনকাকে রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট।এবার রক্ষাকবচ এর মেয়াদ শেষ হওয়ায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের দারস্থ হলো ইডি।আজ অর্থাৎ বৃহস্পতিবার এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে।