মেধা অন্বেষণ পরীক্ষায় কৃতিদের পুরস্কার প্রদান : ডি-ফার্ম কোর্স ও শিশু উদ্যানের উদ্বোধন
মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার কবিগুরু নোবেল সেন্টেনারি ট্রেনিং কলেজের উদ্যোগে গত ১৫ই অক্টোবর ‘কবিগুরু ট্যালেন্ট সার্চ এক্সাম-২০২৩’ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত বেলডাঙ্গা ও সারগাছি চক্রের প্রায় দু’হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। গত ১৬ই জানুয়ারি কলেজের সভাগৃহে ছিল তারই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এদিন কৃতিদের হাতে মার্কশিট ও পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি বিগত দিনে এই কলেজ থেকে প্রশিক্ষণ নিয়ে যারা শিক্ষকতায় যোগদান করেছেন তাদেরও সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও সাহিত্যে ও সামাজিক কাজে অবদানের জন্য নওপুকুরিয়া নূতনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুখময় সাহাকে বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়, পুরস্কৃত হন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মহ: নুরুল ইসলাম মিয়া। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিনগর বিধানসভার বিধায়ক রবিউল আলম চৌধুরী, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, বেলডাঙ্গা থানার আইসি জামালউদ্দিন মন্ডল, সমষ্টি উন্নয়ন আধিকারিক রথীন্দ্রনাথ অধিকারী, অধ্যক্ষ সুভাষ রায়, বি.এম.ও.এইচ শামীম মন্ডল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিক্ষিকা সুমিত্রা মালাকার। এছাড়াও এদিন কলেজ ক্যাম্পাসে উদ্বোধন করা হয় শিশু উদ্যানের এবং সূচনা করা হয় ডি-ফার্ম কোর্স। প্রতিষ্ঠানের সম্পাদক আলমগীর হোসেন জানান ‘এই বছর আমরা প্রথম ট্যালেন্ট সার্চ পরীক্ষার আয়োজন করেছি, পাঁচটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, প্রথম বছরে ভালো সাড়া পেয়ে আমরা খুশি।’ কলেজ পরিচালন কমিটির সদস্য পিয়ার আলি বলেন ‘এ বছর ডি-ফার্ম চালু হওয়ায় অনেক শিক্ষার্থী উপকৃত হবে, আগামী দিনে আরও অনেক নতুন ভাবনা রয়েছে, সেগুলির প্রস্তুতি চলছে।’