মেট্রো ডেয়ারি মামলায় সিবিআই নয় জানালো হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাচ্ছেন অধীর
খায়রুল আনাম , ১৩ জুন
সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল – মেট্রো ডেয়ারি মামলায় সিবিআই তদন্ত নয়, রাজ্য পুলিশই তদন্ত চালাবে’।তবে মামলাকারী তথা কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মেট্রো ডেয়ারি মামলা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন বলে জানা গেছে। চার বছর আগে মেট্রো ডেয়ারি দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী । তবে এদিন কলকাতা হাইকোর্ট এই আবেদন খারিজ করে দেয়। সোমবার কলকাতা হাইকোর্ট এর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায়, -‘ এই মামলায় সিবিআই তদন্তের প্রয়োজন নেই’।পক্ষান্তরে রাজ্য পুলিশের উপর আস্থা রাখছে আদালত। এতে চরম স্বস্তি রাজ্যের।তবে অস্বস্তিটা মামলাকারী অধীর চৌধুরীর। তবে তিনি এই নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হতে চলেছেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত ২০১৮ সালে কলকাতা হাইকোর্টে মেট্রো ডেয়ারিতে দুর্নীতির অভিযোগ তুলে মামলা করেন অধীর চৌধুরী। অধীরবাবুর অভিযোগ, -‘ মেট্রো ডেয়ারির শেয়ার সস্তায় বিক্রি করে দেওয়া হয়েছে। রাজ্যের শেয়ার ছিল ৪৭ শতাংশ। তাতে কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয় ‘। কলকাতা হাইকোর্ট কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই জানিয়েছিল, -‘ তারা এই মামলায় তদন্ত করতে প্রস্তুত। যদি আদালত চায়, তাহলে এই মামলার তদন্ত করবে সিবিআই’। রাজ্যের তরফে এই মামলা লড়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় কংগ্রেস নেতা পি চিদম্বরম। সম্প্রতি কলকাতা হাইকোর্টের সামনে কংগ্রেসের আইনজীবীদের বিক্ষোভের মুখেও পড়তে হয় তাঁকে। সোমবার কলকাতা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন এই মামলার মামলাকারী তথা কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।