১৬১ তম রবীন্দ্রনাথের শুভ জন্ম দিনে মেঘমিতা কালচারাল ইনস্টিটিউটে পক্ষ থেকে একটি শোভাযাত্রা উদ্বোধন করেন বিধায়ক তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ কাউন্সিলর বাপি ঘোষ ও বিশিষ্ট আইনজীবী পার্থপ্রতিম কাঞ্জিলাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ৷ ৷ফরিয়াপুকুর থেকে শুরু করে হাতিবাগান হয়ে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে প্রদক্ষিণ করে ফরিয়াপুকুরে শেষ হয় ৷গান আবৃতি নৃত্তের মাধ্যমে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে | ছবি সুবল সাহা |