খায়রুল আনাম, বীরভূম : বেপরোয়া যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক পুলিশ কনস্টেবলের। বিশ্বজিৎ ভট্টাচার্য নামে ওই পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ ভট্টাচার্য (৫৯) মুরারই থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি মুর্শিদাবাদের কান্দি থানার বাগডাঙা গ্রামে। তিনি থাকতেন নানুরে। মুরারই থানা থেকে বেরিয়ে তিনি মোটরবাইকে রানিগঞ্জ-মোড়গ্রাম সড়ক ধরে যাওয়ার সময় রামপুরহাট থানার কুটিগ্রামের কাছে একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিশ্বজিৎ ভট্টাচার্যকে পিষে দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। বাসের চালক, খালাসি ও কন্ড্রাকটর বাস ফেলে পালিয়ে যায়। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে।