খায়রুল আনাম,

বীরভূম : মুরারই থানার ঘুসকিরা গ্রামের সাদ্দাম হোসেনের বাড়ির উপর দিয়ে গিয়েছে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎবাহী তার। সেখানে বিদ্যুৎবাহী তারের ঘুঁটি দুর্বল হওয়ায় তা মেরামতের জন্য সাদ্দাম হোসেন বিদ্যুৎ দপ্তরে বার বার আবেদন জানানো সত্বেও সেই তার যেমন সরানো হয়নি তেমনি, মেরামত করা হয়নি পোলটিও। এবার সেখান থেকেই ১১ হাজার ভোল্টের বিদ্যুৎবাহী তার ছিঁড়ে পড়ে সাদ্দাম হোসেনের বাড়ির উপরে। সেখানে কোনক্রমে প্রাণে বেঁচে গিয়েছেন সাদ্দাম হোসেনের স্ত্রী ও কন্যা। তবে, আগুন ধরে যাওয়ায পুড়ে গিয়েছে বাড়ির টিভি, ফ্রিজ-সহ অন্যান্য সামগ্রী।

Leave a Reply