মোল্লা ওয়াসিম আক্রাম (টন্টু),

প্রত্যেক বছরের মত এ বছরও দুর্গা পূজা উপলক্ষে ভাতার মুরাতিপুরের বাসিন্দা, সমাজ সেবক পশুপ্রেমী আমির শেখ গ্রামের প্রকৃত অসহায় দুঃস্ব মানুষদের বাড়ি গিয়ে নতুন বস্ত্র ও খাবার সামগ্রী তাদের হাতে তুলে দিলেন।
আপনারা সবাই জানেন পশুপ্রেমী আমির শেখ শুধুমাত্র অসুস্থ কুকুর ও বিড়াল ও সমস্ত প্রাণীদেরকে নিজে সুস্থ করেন তা নয় প্রয়োজনে সব সময় মানুষের পাশে থাকেন কখনো রক্তের প্রয়োজন হলে বা কখনো চিকিৎসার প্রয়োজন হলে তখনও থাকেন। কিন্তু দুর্গাপূজা উপলক্ষে বয়স্ক গরিব অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী ও বস্ত্র তুলে দেন এবং ঈদ উপলক্ষেও গ্রামের মুসলিম অসহায় গরিব মহিলাদের হাতেও খাবার ও বস্ত্র তুলে দেন এই আমির সেখের উদ্যোগে খুশি সমস্ত গ্রামবাসীরা।
এই মহৎ কাজে যারা আমির শেখকে সহযোগিতা করেছেন তাদের মধ্যে বিশেষভাবে শফিউল আলম,বাপি ও বর্ধমানের মিরাজ আলী তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
আমির শেখ বলেছেন আমার মত এই ভালো কাজে যুক্ত হতে চাইলে আপনারা নিজেরাও আমির শেখের সঙ্গে অসহায় মানুষদেরকে সহযোগিতা হাত বাড়াতে পারেন।

Leave a Reply