খায়রুল আনাম,

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি বীরভূমের রামপুরহাটের কুশুম্বায় জয় পেল বিজেপি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নব জোয়ার যাত্রার সময় কুশুম্বায় এসেছিলেন। তারপরই সর্বভারতীয় বিজেপি নেতা সাংসদ দিলীপ ঘোষ রাত্রে কুশুম্বায় এসে একটি সভা করে যান। সেই সভার উপচে পড়া ভীড়ের পর থেকেই বিজেপির দিকে মানুষের ঢল নামে। তারই ফলাফল এবার পেল বিজেপি। যদিও বিগত লোকসভা ভোটেও এখানে এগিয়ে ছিলো বিজেপি।

Leave a Reply