মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট নিয়ে কেন্দ্রীয় রিপোর্ট তলব 

মোল্লা জসিমউদ্দিন, 


সোমবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট সংক্রান্ত মামলার শুনানি চলে। এদিন কলকাতা হাইকোর্টের তরফে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট তলব করা হয়েছে। আগামী  দুই সপ্তাহের মধ্যে কেন্দ্রে কে রিপোর্ট জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।ইতিপূর্বে  এই ঘটনা নিয়ে বিমান বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিল রাজ্য সরকার । এই ঘটনার তদন্ত করছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।আগামী ২৫ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে । এর মধ্যেই কেন্দ্রকে এই ঘটনার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে  । সোমবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।উল্লেখ্য, গত ২ মার্চ বাংলার মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বারাণসী গিয়েছিলেন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য সমাজবাদী পার্টির হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার জন্য। নির্বাচনী  সভা সেরে ৪ মার্চ তিনি রাজ্য সরকারের ভাড়া করা বেসরকারি বিমানে চড়ে কলকাতা ফিরছিলেন। সেদিন ওই বিমানটি দুপুর ২টো ২৮ মিনিটে বারাণসী থেকে ওড়ে। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সর্বক্ষণের নিরাপত্তা আধিকারিকরা। কলকাতায় নামার পনেরো মিনিট আগেই বিভ্রাট হয় বিমানটিতে। দমদম বিমানবন্দরে বিমানটি অবতরণের আগে প্রচণ্ড ঝাঁকুনি হয়। দু’দিকে দুলতে দুলতে বিমানটি নেমে আসতে থাকে। এক নিমেষে প্রায় ৭০০০ মিটার পর্যন্ত নেমে আসে সেটি। এই ঘটনার পর রাজ্য সরকারের তরফে চাপ দেওয়া হয় ডিজিসিএ-কে। যার জেরে ঘটনা নিয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়। রিপোর্টে বলা হয়, খারাপ আবহাওয়ার জন্য এটিসি’র অনুমতি নিয়েই বিমানটি নিচে নামানো হয়েছিল।ওই ঘটনার আগেও মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটের ঘটনা ঘটেছে একাধিকবার। বারবার কেন এই ধরনের ঘটনা ঘটছে তা জানতেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন এক আইনজীবী । এই মামলাটি দায়ের হয় গত ১০ মার্চ। মামলাটি দায়ের করা হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।  এদিন এই মামলার শুনানিতে প্রধান বিচারপতিএজলাসে  জানান, – ‘প্রথমবার বিমানের জ্বালানি শেষ হয়ে যায়। এবার মুখোমুখি চলে এল দু’টি বিমান। বারবার কেন মুখ্যমন্ত্রীর বিমান বিপত্তি হচ্ছে, তা জানাক ডিজিসিএ। আগামী দু’ সপ্তাহের মধ্যে কেন্দ্রকে রিপোর্ট  জানাতে হবে।’ আগামী ২৫ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির রয়েছে বলে জানা গেছে। 

Leave a Reply