Spread the love

সাধন মন্ডল,

বাঁকুড়ার ঐতিহ্যমন্ডিত ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ আজ থেকে 50 বছর আগে বাঁকুড়া শহরের বেশ কয়েকজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ও স্বাধীনতা সংগ্রামী হাত ধরে জন্ম হয়েছিল এই সংস্থাটির এটি বঙ্গীয় প্রাদেশিক জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ একটি জেলা শাখা 50 বছর ধরে এই ক্রীড়া সংস্থা টি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করে জেলায় সুনাম অর্জন করেছে ক্রীড়া ও সংস্কৃতির সাথে সাথে বছরে একদিন সংঘের সদস্য সদস্য সহ পরিবারের লোকজনদের নিয়ে মুক্ত বায়ু ভ্রমণ শিবিরে বের হয় এবারও তার ব্যতিক্রম ঘটেনি এবার সংঘের পক্ষ থেকে প্রায় 60 জন ভ্রমণপিপাসুদের নিয়ে জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের পাহাড়ের কোলে কংসাবতী নদীর ধারে মুক্তবায়ু ভ্রমণ শিবিরে এসেছিলেন এখানে ভ্রমণের সাথে সাথে সংস্কৃতির চর্চা ও অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি করেন কবি ভজন দত্ত সৌরভ বসু মনীষা মহন্ত মানসী মহন্ত, জয়ী বসু কৌশিকী বসু অনুষ্কা মন্ডল সঙ্গীত পরিবেশন করেন এছাড়া পুরো টীম কে পরিচালনা করেন অসীম বাবু। মুক্ত বায়ু ভ্রমণ প্রসঙ্গে সংঘের সম্পাদক রবিন মন্ডল বলেন সারা বছর তো বিভিন্ন কাজের মধ্যে ডুবে থাকি একটা দিন সকলে মিলে আনন্দ করে হৈ-হুল্লোড়ে কাটাই বনভোজনে মেতে উঠি আমাদের সংঘের গান গেয়ে —একই মত একই পথ আমরা বোন আর ভাই, হিংসা বিদ্বেষ ভুলে মোরা থাকতে সবাই চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *