মিডিয়া ট্রায়াল নিয়ে আইনজীবী সংগঠনের সেমিনার

পারিজাত মোল্লা,

মঙ্গলবার বিকেলে কলকাতার আইসিসিআর হলঘরে SBAAM কলকাতা হাইকোর্টের ইউনিটের পক্ষ থেকে মিডিয়া ট্রায়াল এর উপর এক সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে শতাধিক আইনজীবীর উপস্থিতিতে অপূর্ব বিশ্লেষণধর্মী আলোচনা হলো। প্রত্যেকেই তাদের সুন্দর বক্তব্যর মধ্যে দিয়ে অনুষ্ঠান টিকে সফল করেছেন। SBAAM তাদের প্রচেষ্ঠার মধ্যে দিয়ে আইনজীবীদের নানাভাবে সমৃদ্ধ করে চলেছে। উপস্থিত সকলে এটাকে উপাভোগ করেছে। বক্তা হিসাবে ছিলেন জয়ন্ত মিত্র সর্দার আমজাদ আলী, জয়ন্ত নারায়ণ চ্যাটার্জী, ঋজু ঘোষাল, সব্যসাচী চ্যাটার্জী, সুমন চট্টোপাধ্যায়, সপ্তর্ষি সোম, স্নেহাশিস সুর, অর্ক দেব, প্রসূন আচার্য প্রমুখ। রাজ্যের দুঁদে আইনজীবীদের পাশাপাশি বলিষ্ঠ সাংবাদিকদের আলোচনা হয় বলে জানান উক্ত আইনজীবী সংগঠনের কর্মকর্তা সঞ্জয় কুমার দাস।

Leave a Reply