মিজ বেঙ্গল’জ ভ্যালেন্টাইন্স
পারিজাত মোল্লা,
শারীরিক সৌন্দর্য নয় বরং ষোড়শী থেকে মহিলাদের আভ্যন্তরীণ সৌন্দর্যের খোঁজে কলকাতার বুকে অনুষ্ঠিত হতে চলেছে নতুন ধরণের এক সৌন্দর্য প্রতিযোগিতা।
‘স্বিজিৎ প্রোডাকশনস’-এর উদ্যোগে এবং ‘অ্যাসোসিয়েশন ফর গ্লোবাল ওমেন এমপাওয়ারমেন্ট’ সংক্ষেপে ‘এ জি ডাব্লু ই’-র সহযোগিতায় আগামী ১৬ ফেব্রুয়ারী কলকাতার বুকে হতে চলেছে ‘মিজ বেঙ্গল’জ ভ্যালেন্টাইন।
আসন্ন ‘মিজ বেঙ্গল’জ ভ্যালেন্টাইন’ সম্পর্কে কথা বলতে গিয়ে ‘স্বিজিৎ প্রোডাকশনস’-এর প্রতিষ্ঠাতা ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক
সায়ন্তনী কোলে বলেছেন, ” সমাজের একাংশ এখনও ভাবে নারী সৌন্দর্য মানেই শারীরিক সৌন্দর্য, কিন্তু বাস্তব এর থেকে সম্পূর্ণ আলাদা।
ষোড়শী থেকে মহিলাদের সার্বিক বিকাশের লক্ষ্যেই আমাদের এই অনুষ্ঠান।”
অপরদিকে ‘এ জি ডাব্লু ই’-র প্রতিষ্ঠাতা ও নির্দেশক অদ্বিতীয়া দত্ত বণিক জানিয়েছেন, “বেঙ্গল’জ ভ্যালেন্টাইন-এর সফলতার লক্ষ্যে ইতিমধ্যে অংশগ্রহণকারীদের নিয়ে শিক্ষণ-শিবির শুরু হয়ে গেছে। শিক্ষা ও ব্যাবসা জগতের লব্ধপ্রতিষ্ঠিত ব্যক্তিরা অংশগ্রহণকারীদের হাতে কলমে শিক্ষা দিচ্ছেন।”
সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ‘রুমা স্কিন অ্যাণ্ড-বিউটি পার্লার’-এর রুমা পণ্ডিত ও ‘বিড়লা ভারতী’-র অধ্যক্ষা অপলা দত্ত বলেছেন, “বর্তমান সময়ে এই রাজ্যে হয়ে চলা সকল সৌন্দর্য প্রতিযোগিতার থেকে ধারে ও ভারে এই অনুষ্ঠান নতুনত্বের দাবী রাখে।”