মায়ের শ্রাদ্ধতে রক্তদান ও নরনারায়ণ সেবা
রবিবার দুর্গাপুরের বিবেকানন্দ পার্কে সদ্য প্রয়াত স্বর্গীয় রবিরাণী সিংহরায়ের স্মৃতির উদ্দেশ্যে মহৎ রক্তদান শিবিরের আয়োজন করলেন পুত্র অশোক সিংহরায় ও তার পরিবার । শ্রাদ্ধ শান্তি ,নর নারায়ণ সেবার সাথে সাথে একটি বৃদ্ধাশ্রমে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয় পরিবারের পক্ষ থেকে । স্বর্গীয় রবিরাণী সিংহরায় একজন উদার ও সুন্দর মানসিকতার মানুষ ছিলেন । তারই প্রতিচ্ছবি দেখা গেলো আজ পরিবারের সকলের মানসিকতায়। পরিবারের পক্ষ থেকে অশোক সিংহরায় বলেন , “ সারা বছর আমরা এরকম সমাজ সেবামূলক কাজ করে থাকি। ভালো লাগে এরকম কাজের সাথে যুক্ত থাকতে । মায়ের শ্রাদ্ধে রক্তদান শিবির ও দুস্থ মানুষের সেবার আয়োজন করতে পেরে আমরা গর্বিত । ” অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতনি সোনালি কাজী , ব্লাড ডোনেশন ফোরামের পক্ষ থেকে মধুসূদন ঘটক , গীতা সিং ,শর্মিলা সিংহ , অর্চনা সিংহরায় , অর্পিতা ভৌমিক ,বিমল রায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তি বর্গ । স্বেচ্ছায় রক্ত দান করে দেবদুলাল মন্ডল , সঞ্জয় সিনহা ,বিক্রম সিংহ , রঞ্জন সিং , রাজ মুখার্জ্জী , মণি কর প্রমুখ ব্যক্তিরা এই মহৎ উদ্যোগকে সাফল্যমন্ডিত করেন ।