খায়রুল আনাম,

বীরভূম : মাসিক ভাতার দাবিতে এবার পথে নামলেন ক্ষৌরকাররা। মহম্মদবাজারের হাটতলায় ক্ষৌরকার কল্যাণ সমিতির প্রথম ব্লক সম্মেলনে দাবি জানানো হলো যে, ৫০ বছরের ঊর্ধ্বে যাদের বয়স সেইসব ক্ষৌরকারদের মাসিক ৩ হাজার টাকা ভাতা, ক্ষৌরকার পরিবারের শিক্ষিত ছেলেমেয়েদের সরকারি চাকরির কোটা বাড়ানো, জাতিগত শংসাপত্র দেওয়ার দাবি জানানো হয়। সম্মেলনে সংগঠনের জেলা সভাপতি রতন প্রামাণিক, সম্পাদক সুরেশ ঠাকুর তাদের দাবি আদায়ে প্রয়োজনে আন্দোলনের পথে যাবেন বলে জানিয়েছেন।

Leave a Reply