মালদায় বোমা বিস্ফোরণ, রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের,

সোমনাথ ভট্টাচার্য

সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মালদহের মসজিদে বোমা বিস্ফোরণ এর ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করার নির্দেশিকা জারি করা হয়েছে । এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়েছে , -‘ আগামী ১৫ দিনের মধ্যে ওই ঘটনার রিপোর্ট দিতে হবে রাজ্যকে’। এই জনস্বার্থ মামলাকারীর আইনজীবীর এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ  তদন্ত দাবি রেখেছেন মামলার পিটিশনে। এদিন কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় সরকার এবং এনআইএ-কে মামলায়  পক্ষভুক্ত করার নির্দেশ দেয়। মামলাকারী কে এই মামলার কপি দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট ।সম্প্রতি উত্তরবঙ্গের  মালদহের একটি মসজিদে বোমা নিয়ে খেলছিল কয়েকজন নাবালক । সেই সময় বিস্ফোরণ হয়। ওই ঘটনায় পাঁচ জন নাবালক  আহত হয়। মামলাকারীর আইনজীবীর দাবি, – আহতদের মধ্যে  মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক’। আগামী ১৭ মে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে। এই মামলায় কেন্দ্রীয় সরকার এবং এনআইএ কে পক্ষভুক্ত আদালত করায় রাজ্য যথেষ্ট চাপে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

Leave a Reply