মালগোদাম শ্রমিকদের নিয়ে গন ডেপুটেশন দিল বি আর এম জি এস ইউ।
ভারতীয় রেলওয়ে মাল গোদাম শ্রমিক ইউনিয়নের সর্বভারতীয় সভাপতি ড: পরিমল কান্তি মন্ডল মহাশয়ের নির্দেশনায় ইউনিয়নের সর্বভারতীয় সহ সভাপতি ও ডি আর ইউ সি সি মেম্বার শ্রী ইন্দুশেখর চক্রবর্তী কেন্দ্রীয় অফিস ইনচার্জ শ্রী জয়ন্ত হালদার, কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী কৌশিক গাঙ্গুলি, অজয় পাসয়ান,নিরঞ্জন কুমার সিং, প্রসান্ত সামন্ত ও অন্যান্য রা হাওড়া ডিভিশনের সিনিয়র ডি সি এম, মি. সুজিত কুমার সিনহার সঙ্গে দেখা করে লিখিত ডেপুটেশন জমা দেন। রেল মন্ত্রকের পাস হওয়া বিভিন্ন সুযোগ সুবিধা গুলি কার্যকর করার জন্য অনুরোধ করেন। সিনহা সাহেব প্রতিনিধি মন্ডল কে সাধুবাদ জানান এবং হাওড়া ডিভিশনের মাল গোদাম শ্রমিক দের জন্য রেল মন্ত্রকের পাস হওয়া বিভিন্ন সুযোগ সুবিধা যেমন, পানীয় জল, রেস্টরুম,বাথরুম,যাতায়াতের সুবিধা, পর্যাপ্ত লাইট,দূষণ মূক্ত কাজের পরিবেশ ইত্যাদি দ্রুত কার্যকর করার আশ্বাস দেন। তিনি আরও বলেন রেল মন্ত্রক হাওড়া ডিভিশনের মাল গোদাম উন্নতি কল্পে ২১৪ কোটি টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে বেশ কিছু গুড শেডকে বিশ্ব মানের করা হবে এবং তার প্রক্রিয়া শুরু হয়েছে।তিনি ইউনিয়নের এই মহৎ কাজের প্রসংশা করেন এবং পাশে থাকার অঙ্গীকার করেন।