Spread the love

 মার্চের মধ্যেই বকেয়া পুরসভাগুলির ভোট চায় কমিশন,


নিজস্ব প্রতিনিধি, 
আগামী মার্চ মাসের মধ্যেই বাকি পুরভোট করতে চায়।রাজ্য নির্বাচন  কমিশন। তবে ৮ দফা নয়, ২ দফায় ভোট করাতে চায় রাজ্য নির্বাচন কমিশন কর্তৃপক্ষ ।২০২২ সালের  ২২ জানুয়ারি এবং ২৭ ফেব্রুয়ারি, এই দুদিনে ভোট  করাতে চায় কমিশন কর্তৃপক্ষ । হাওড়া ও বালি বাদে ১১১টি পুরসভায় মার্চের মধ্যেই ভোট করাতে চায় রাজ্য নির্বাচন কমিশন বলে জানা গেছে। 

। তবে এক্ষেত্রে ওমিক্রনের সংক্রমণের বিষয়টিও মাথায় রাখা হচ্ছে অত্যন্ত গুরত্ব সহকারে। কলকাতা পুরসভার ভোটের পর এবার নজরে রাজ্যের বাকি ১১১ পুরসভার ভোটপর্ব। এই নিয়ে  বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাইকোর্ট কে সিদ্ধান্ত জানিয়ে দিল কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে আগামী ২২ জানুয়ারি হাওড়া, চন্দননগর, বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি পুরনিগম ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। বাকি ১০৬ পুরসভার ভোট ২৭ ফেব্রুয়ারী ২০২২ সালে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে ২ দফায় ১১১ পুরসভা ভোট করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন । কমিশন সুত্রে প্রকাশ,  ৫ পুরনিগমের ভোট হবে একদিনে। বাকি ১০৬ পুরসভার ভোট পর্ব অনুষ্ঠিত হবে আর এক দিনে। রাজ্যের সঙ্গে আলোচনার ভিত্তিতে নূন্যতম ২ দফায় মেয়াদ উত্তীর্ণ পুরসভা গুলির ভোটের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।একথা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন।অন্যদিকে, হাওড়া ও বালি আলাদা করার বিষয়ে রাজ্যপালের সম্মতি পাওয়ার ব্যাপারে আশাবাদী রাজ্য। যদি রাজ্যপালের সম্মতি না আসে হাওড়া পুরনিগমের ভোট ২২ জানুয়ারি হবে না। পরবর্তী কোনও দিন হবে। সেক্ষেত্রে গোটা ভোট পর্বই ২৭ ফেব্রুয়ারি হতে পারে বলে জানিয়েছেন রাজ্যের এজি। অন্যদিকে পরের ২ দফায় ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে গাইডলাইন তৈরি করে দেওয়ার আবেদন জানায় সিপিএমের। নির্বাচন কীভাবে হবে তা এজির তরফে বলা হয়েছে, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। সাংবিধানিক সেই অধিকার রয়েছে কমিশন এর হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *