মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে মায়ের স্মৃতির উদ্দেশ্যে 400 ফলের চারা গাছ বিতরণ ভাতারের বলগোনা গ্রামে, কর্মসূচি চলল বুধবার চারটে পর্যন্ত।

বিশিষ্ট সাংবাদিক সুধীন মন্ডলের মা নমিতা মন্ডল মারা গেছিলেন গত ১৪ দিন আগে।
মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে মায়ের স্মৃতির উদ্দেশ্যে বুধবার এলাকার আগত অতিথিদের হাতে একটি করে ফলের গাছ তুলে দিলেন পরিবারের সদস্যরা।

বিশিষ্ট সাংবাদিক সুধীন মন্ডল জানান যে, মা খুব গাছপ্রেমী ছিলেন ।তাই মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই ফলের গাছ বিতরণ করলাম আমরা।

উপস্থিত ছিলেন প্রাক্তন বন আধিকারিক জয়ন্ত কুমার ধারা, বিশিষ্ট সাংবাদিক ধিমান রায়, সাংবাদিক শেখ মিলন, সাংবাদিক আমিরুল ইসলাম, সাংবাদিক শেখ রাজু।

শ্রাদ্ধ অনুষ্ঠানে এসে একটি করে ফলের গাছ পেয়ে খুশি আগত অতিথিরা।

ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Leave a Reply