মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় টানলেন ম্যাজিশিয়ান পি সি সরকারের প্রসঙ্গ

মোল্লা জসিমউদ্দিন

শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এক মামলার শুনানি ফাঁকে উঠলো বাঙালির গর্ব জাদুঘর সম্রাট পি সি সরকার প্রসঙ্গ।এদিনশিক্ষক নিয়োগে ওএমআর শিট বিতর্কে তাত্‍পর্যপূর্ণ মন্তব্য করলেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় । এজলাসে  তিনি বলেন, – ‘যিনি ৩ পেয়েছিলেন, তাঁর নম্বর হয়ে গিয়েছে ৫৩। এসব হল কী করে? জাদুকর কে? পিসি সরকার জুনিয়র  নাকি সিনিয়র?কার ছোঁয়ায় নম্বরে এইরকম ম্যাজিক হল?’প্রায়শই  বিভিন্ন মামলার পর্যবেক্ষণে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বলেন তা আলোচিত হয় সংবাদ মাধ্যম এর কাছে । তবে এবার সরাসরি ম্যাজিক ও কিংবদন্তি দুই ম্যাজিশিয়ানের কথা টানলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।এই কথা জেনে জুনিয়র পি সি সরকার  অট্টহাসি হাসতে থাকেন । তিনি বলেন, ‘এটা মোটেও পিসি সরকারের ম্যাজিক নয়। এটা পিবি সরকারের কেরামতি। পিবি সরকার হল পশ্চিমবঙ্গ সরকার।’নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে ১৮৩ জনের ভুয়ো নিয়োগের অভিযোগে মামলা হয়েছে। যে সংস্থাকে ওএমআর শিট দেখতে দেওয়ার বরাত দিয়েছিল এসএসসি, দেখা গেছে  তাতেই গোলমাল। ওই সংস্থা যে হার্ড ডিস্ক দিয়েছিল তা বদল করা হয় কলকাতায়। যে ওএমআর শিট ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল তাও ভুয়ো ছিল বলে অভিযোগ।যে কারণে এসএসসি অফিসকেই এর আগে দুর্নীতির ‘হেডকোয়ার্টার’  বলে মন্তব্য করেছিলেন বিচারপতি  অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মামলার শুনানিতেই এদিন ম্যাজিক নিয়ে  মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ  গঙ্গোপাধ্যায়। যেভাবে নম্বরে কারচুপি করে নিয়োগ দেওয়া হয়েছে তাকে ‘ম্যাজিক’ বলে ব্যাঙ্গাত্মক  কটাক্ষ করেছে আদালত। 

Leave a Reply