মামলাকারী আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের 

মোল্লা জসিমউদ্দিন

মঙ্গলবার  কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ এসএলএসটি  চাকরিপ্রার্থীদের ।  আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে দেখা করার দাবিতে এই বিক্ষোভ প্রদর্শন টি ঘটে । ওই আইনজীবীর বাড়ির কিছুটা দূরে মুকুন্দপুরের বিক্ষোভ  মিছিল আটকে দেয় স্থানীয় থানার  পুলিশ। পরে যদিও বিকাশবাবুর বাড়িতে যান বেশ কয়েকজন চাকরিপ্রার্থীরা। দু তরফে কথাবার্তা চলে। এদিন দুপুরের  দিকে বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা।এরপর  বিকাশবাবুর সম্মতিতে  দু’জন প্রতিনিধির সঙ্গে দেখা করেন । জানা গেছে, এদিন আইনজীবী চাকরি প্রার্থীদের জানান, -‘ এই মামলার শুনানি দীর্ঘদিন ধরে স্থগিত  রয়েছে। তার মূল কারণ রাজ্য সরকার এই  বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য। সেই কারণে মামলা দেরি  হচ্ছে’। বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের বিকাশবাবুর পরামার্শ , -‘ যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা যেন রাজ্য সরকারের সঙ্গে কথা বলেন। তাঁর কিছু করার নেই’। যদিও এই বিষয়টি তে চাকরি প্রার্থীরা  মানতে নারাজ বলে জানা গেছে ।এদিন সিপিএম নেতা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সংবাদমাধ্যম কে জানান , -‘ টাকা দিয়ে নিয়োগ হয়েছে। তাই আটকেছি। মামলার দ্রুত শুনানি  করার  অধিকার আমার নেই। আসলে ওনারা রাজনৈতিক চক্রান্তের শিকার। প্রথম থেকেই মুখ্যমন্ত্রী বারবার বলেছেন এই সমস্ত কিছু আটকে আছে আমার জন্য। এবার সেটা যখন উনি আদালতে প্রমাণ করতে পারলেন না, তখন এদের পাঠিয়েছেন আমার বাড়িতে। এই বিক্ষোভ অনেক দেখেছি, অনেক করেছি। তাই আমি বিচলিত হই না। ওনাদের কোনও যুক্তি সঙ্গত কারণ নেই এখানে আসার। ওনারা ভেবেছিলেন আমাকে ভয় পাইয়ে দেবেন!’ এর  পাশাপাশি বিকাশবাবু শিক্ষক  নিয়োগের পথে বাধা হতে চাননি এই বিষয়টিও জানিয়ে দেন বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের কে।

Leave a Reply