মামলাকারীদের দ্রুত বিচার পৌঁছে দেওয়ার আশ্বাস নব প্রধান বিচারপতির
মোল্লা জসিমউদ্দিন টিপু, ,
কলকাতা হাইকোর্টের ৪৩ তম প্রধান বিচারপতি পদে শারদীয় ষষ্ঠীর দিনে অভিষেক ঘটলো বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তিনি শপথ গ্রহণ করার পর বললেন – ” সবচেয়ে পুরাতন হাইকোর্টের দায়িত্ব পেয়ে ভালো লাগছে। এই হাইকোর্ট পরিচিত তার বিখ্যাত বার।এসোসিয়েশন এর জন্য। যেখানে বিখ্যাত আইনজীবীরা রয়েছেন। মামলাকারীদের দ্রুত বিচার দেওয়া কর্তব্য। এই লক্ষ্যে অবিচল থাকব। একজন এমন প্রধান বিচারপতি হব কোনও বাধা ছাড়াই কাজ করতে পারব।” প্রায় বছর খানেক ধরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদ টি শুন্যপদ ছিল। কলকাতা হাইকোর্টের দায়িত্ব সামলে আসছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি । তবে গত শনিবার সুপ্রিম কোর্টের কলেজিয়াম কমিটির সুপারিশ মেনে কেন্দ্রীয় আইন মন্ত্রক কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগের অনুমোদন দিয়েছে। সোমবার প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান অর্থাত্ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের সাংবিধানিক প্রধান অর্থাত্ রাজ্যপাল জগদীপ ধনখড়। এছাড়াও আমন্ত্রিতের তালিকায় ছিলেন বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত এবং চেন্নাই হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় প্রমুখ । উল্লেখ্য, বম্বে ও চেন্নাই দুই হাইকোর্টের প্রধান বিচারপতিই বাঙালি।যাঁরা কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে একসময় দুর্দান্ত রায়দান করে গেছেন। দেশের দশের বেশি হাইকোর্টে প্রধান বিচারপতির নিয়োগ ও বদলি প্রক্রিয়া দীর্ঘদিন ধরে থমকে ছিল। এবার সেই হাইকোর্টগুলিতে প্রধান বিচারপতি নিয়োগ ও প্রয়োজনীয় বদলির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। গত শনিবার এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। কেন্দ্রের তরফে দেশের ১৩ টি হাইকোর্টের প্রধান বিচারপতির নিয়োগ ও বদলিতে অনুমোদন দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট সহ বেশ কিছু হাইকোর্টে এতদিন ধরে প্রধান বিচারপতির নিয়োগ না হওয়ার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিরা দায়িত্ব সামলাচ্ছিলেন। ওই সব হাইকোর্টগুলিতে এবার প্রধান বিচারপতির নিয়োগ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন প্রকাশ শ্রীবাস্তব। তিনি এতদিন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি ছিলেন। এবার তাঁকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগ করা হল।আজ ছিল তাঁর শপথ গ্রহণ। কলকাতা হাইকোর্টের দায়িত্ব সামলে আসছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্ডাল। তাঁকেও এলাহাবাদ হাইকোর্টে বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সেইসাথে রঞ্জিত ভি মোরেকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি করা হয়েছে। সতীশ চন্দ্র শর্মা এতদিন কর্নাটক হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলে এসেছেন। তাঁকে এবার তেলাঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হচ্ছে।অনুরুপভাবে আর ভি মালিমাথ হিমাচল প্রদেশ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কাজ করছিলেন। তাঁকে এবার মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি রিতু রাজ অগাস্তিকে কর্নাটক হাইকোর্ট, অরবিন্দ কুমারকে গুজরাট হাইকোর্ট এবং প্রশান্ত কুমার মিশ্রকে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে।সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ গ্রহণ করার পর নব প্রধান বিচারপতি যে বার্তা দিয়েছেন বিশেষত মামলাকারীদের দ্রুত বিচারদান তাতে আইনজীবী,জ্যোতিপ্রকাশ চট্টপাধ্যায়, বৈদূর্য ঘোষাল, মুকুল বিশ্বাস প্রমুখ আইনজীবীরা সাধুবাদ জানিয়েছেন।