মানুষের চরিত্র,
রাসমণি ব্যানার্জী
মানুষের চরিত্র সব আজগুবি ঠিক মেঘের মতো
কখনো স্বজনের কখনো নিজের লুকিয়ে রাখে ক্ষত।
ভালো বললে ভুল খারাপ বললে আগুন হয়ে ওঠে
দোষগুণ তোমার হৃদয় কাননে কাঁটানটে যে ফোটে।
কথা কম বললে বড় অহংকার কি অহংকারী বাবা
বেশি কথা বললে পাগল ছাগল একটা আস্ত হাঁদা।
মানুষের চরিত্র-বোঝা বড় দায় ,নিজে শ্রেষ্ঠ কেবল
অপরের বিরুদ্ধে ,ষড়যন্ত্র করে কেবল করে ছল!
মানুষের চরিত্র বেজায় জঠিল গানের কলি বলে
তুমি সঠিক নয় তিনি যে সঠিক ঢাক পিটিয়ে চলে।