মানভূম কালচারাল একাডেমির বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান

সঞ্জয় হালদার,

পুরুলিয়া রবীন্দ্র ভবনে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীন মানভূম কালচারাল আকাদেমির বাৎসরিক সাধারন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে জেলার ছ জন লোকশিল্পী আকাদেমি থেকে পুরস্কৃত হন। গম্ভীর সিং মুড়া স্মৃতি পুরস্কার পান বিশিষ্ট ছো শিল্পী বাঘাম্বর সিং মুড়া, সলাবৎ মাহাত স্মৃতি পুরস্কার পান বিশিষ্ট ঝুমুর নাচের শিল্পী ঠেলু মাহাত, সিন্ধুবালা দেবী স্মৃতি পুরস্কার পান নাচনি শিল্পী ভানুমতি দেবী, মিহির লাল সিংদেও স্মৃতি পুরস্কার পান বিশিষ্ট ঝুমুর শিল্পী হৃষিকেশ মাঝি, কৃত্তিবাস কর্মকার স্মৃতি পুরস্কার পান বিশিষ্ট বাঁশিবাদক নন্দলাল মাহাত এবং নেপাল মাহাত স্মৃতি পুরস্কার পান বিশিষ্ট মাছানি শিল্পী হারাধন মাহাত। শিল্পীদের সকলকে শাল, মানপত্র, আকাদেমির ব্যাগ ও ২৫ হাজার টাকার চেক প্রদান করে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে গৌরবান্বিত করেন সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পবিত্র কুমার চক্রবর্তী, প্রাক্তন রেজিস্ট্রার ড.নচিকেতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. গুরুদাস মন্ডল হংসেশ্বর মাহাতো,সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে প্রকাশিত হয় আকাদেমির মুখপত্র ‘মানভূম সংস্কৃতি’র ৫ম সংখ্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *